শিরোনাম

জমজমাট কলকাতা প্রিমিয়ার লিগ

জমে গেছে ২০১৪ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ।মারামারি,হাতাহাতি,ম্যাচ পিছিয়ে যাওয়া,সূচী বদলানো,না খেলার হুমকি,দল তুলে নেওয়ার হুমকি,ভালো বিদেশী,খারাপ বিদেশী।সব মিলিয়ে জমজমাট ২০১৪ কলকাতা ফুটবল লিগ।শুধু তাই নয়,ইতিহাস সৃস্টি করারও টাগ অব ওয়ার চলছে এবারের সিএফএল এ।বাবলু ভট্টাচার্যের টালিগঞ্জ অগ্রগামি প্রায় কড়া নাড়ছে ইতিহাসের দোরগোড়ায়।আর একটা ম্যাচ জিততে পারলেই কেল্লাফতে।১৯৫৮ এর পর তিন প্রধাণের বাইরে কোনও দল কলকাতা লিগের ট্রফি নিজেদের ক্লাব তাঁবুর তাকে সাজাতে পারবে।ওদিকে ইস্টবেঙ্গলও কম যায়না।বাঙাল বলে কথা।বিনা যুদ্ধে নাহি দিবে সূচগ্র মেদেনী।কারণ লাল-হলুদ ব্রিগেডের সামনেও টানা পাঁচ বার লিগ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়েছে।দু দলেরই ৮ টি করে ম্যাচ খেলে ১৯ পয়েন্ট।তাই আগামী ১৬ তারিখ কার্জত লিগের ফাইনাল ম্যাচ হতে চলেছে টালিগজ্ঞ এবং পূর্ব বঙ্গের মধ্যে।তবে কিছু অঙ্ক কষলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট মোহনবাগানও লিগ চ্যাম্পিয়ন হওয়ার দাবী জানাতে পারে।


বর্তমানে কলকাতা লিগে প্রথম পাঁচ দলের অবস্থানঃ

                                 ম্যাচ     জিত     ড্র     হার     +/-   পয়েণ্ট
     
১ টালিগঞ্জ অগ্রগামি              ০৮       ০৬     ০১     ০১     ১৫          ১৯

২ ইস্টবেঙ্গল ০৮       ০৬     ০১     ০১     ১২          ১৯

৩ মোহনবাগান ০৮       ০৬     ০০     ০২     ০৬         ১৮

৪ মোহামেডান ০৯       ০৫     ০২      ০২     ০৪         ১৭

৫ আর্মি XI ০৮       ০৫     ০১      ০২     ০৭         ১৬       

0 comments: