ছবির শিরোনামে অশ্লীল শব্দ ব্যাবহারের দায়ে নিষিদ্ধ হতে চলেছে ছবি ‘ফাইন্ডিং ফেনি’। দিল্লী হাইকোর্টে এই মর্মে এক পিটিশন দায়ের করাহয়। ‘ফাইন্ডিং ফেনি’, ‘ফেনি’ যার অর্থ করলে দাঁড়ায় যোনি। হোমি আদজানিয়া পরিচালিত এবং দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া ও পঙ্কজ কাপুর অভিনীত এই মুভিতে একাধিকবার ‘ফেনি’ শব্দটি ব্যাবহার করতে শোনা যায়।
ছবির বিরুদ্ধে জনস্বার্থ দিল্লি মামলা দায়ের করা হয়। এই আবেদনে প্রধান বিচারপতি জি রোহিণী তত্বাবধানে শুনানির দিন পর্যন্ত ছবির প্রচার বন্ধ থাকার আদেশ দেওয়া হয়।
0 comments: