Monday 25 May 2015

‘নব রঙ্গে ঋতু রঙ্গ’ একটি অনিন্দ্য প্রয়াস

প্রচলিত অভিজ্ঞতার বাইরে ভিন্য রকম ঋতু বন্দনা উপহার দিলেন কবি মৌমিতা ঘোষ। গত ১৬ই মে, মৌমিতা ঘোষ এর পরিবেশনায় তাম রেস্তোরাঁয় অনুষ্ঠিত হল ঋতু রঙ্গ। সমসাময়িক কবিতার মাধ্যমে ঋতু বন্দনা করলেন অনুষ্ঠানে উপস্থিত সকল শিল্পীরা।
মৌমিতা ঘোষের প্রচেষ্টা তোমার উপেক্ষা, আমার অপেক্ষারা সকলের মন ছুঁয়ে যায়। অন্য পর্বে বর্তমান জীবনে প্রীতিটি ঋতুর প্রভাব খুব দক্ষতার সাথে পরিবেশন করেছেন তিনি। এখনকার ইঁদুর দৌড়ের জীবনে আমরা কিভাবে প্রকৃতির ঋতু রঙ্গের সাথে যোগসাধন করি তারই একটি সুস্পষ্ট রূপ হল নব রঙ্গে ঋতু রঙ্গ
 এছাড়াও ফুল্লরা মুখোপাধ্যায়, ঐশী আহমেদ, অজয় দেবনাথ এর উপস্থটি যথেষ্ট সঙ্গত। আবহে জয়জিৎ ঘোষ, গানে তপতী চট্টোপাধ্যায় যথাযথ। ছোট্ট মনসিজ ঘোষ আলাদা করে নজর কারে।








No comments:

Post a Comment