শিরোনাম

ঘোর বাস্তবের ছবি “সুখতারা”

ছবি- সৌজন্যে সুখতারা টিম। 
এই সুখতারা আকাশের কথা বলে না। এ সুখতারা বলে বাস্তবের কথা। সুখতারা একটি স্বপ্ল দৈর্ঘ্যের কাহিনী চিত্র। অনির্বাণ কর এবং ময়ূখ মুখার্জীর উদ্যোগে বানানো সুখ্তারার মূল বক্তব্য হল, বর্তমান সমাজে জৈবিক চাহিদা পূরণের জন্য ধর্ষণ বা স্ত্রীলতাহানি ঘটে চলে অহরহ। কিছু মানুষের ক্ষণিকের এই বিকৃত আনন্দ কি ভাবে যে একটি মেয়ের সমগ্র সত্তাকে আঘাত করে তার খবর খুব একটা কেউই রাখেনা। কিভাবে লোকচক্ষুর আড়ালে ঘটে যাওয়া একটি অপরাধ সৃষ্টি করে অন্য আর একটি অপরাধের তার বর্ণাই করা হয়েছে কাহিনী চিত্র  সুখতারাতে।
সুখতারায় প্রত্যেকেই নতুন মুখ। তাই নতুন কিছু কাজের সাথে পরিচিত হওয়ার সুযোগ হবে সে আশা করা যায়। সুখতারার পরিচালনায় ময়ূখ মুখের্জী ও সম্পাদনায় পল্লব গলুই। এছাড়াও অভিনয়ে আছেন পুরবী সেনগুপ্ত,অভিরূপ রায়চৌধুরী,ময়ূখ মুখার্জী প্রমুখ। সঙ্গীত পরিচালনায় ভিকি, আয়োজনে জন পল।
পরিচালক ময়ূখ মুখার্জী বলেন, সমগ্র কাহিনী চিত্রে যেহেতু কোন প্রকার উত্তেজক সিন নেই তাই সেক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কদের জন্য ও সুখতারা সমান গ্রহণ যোগ্য।  
সুখতারার ট্রেলার.................


0 comments: