Saturday 18 April 2015

তুলির আঁচরে ক্যামেরা বন্দি মানবদেহ

ছবি-প্রতাপ দাশগুপ্ত 
পেইন্টিং ও ফটোগ্রাফির এক অসাধারণ যুগলবন্দী বডি পেইন্টিং। যারা ন্যুড স্টাডি পছন্দ করেন, তাদের কাছে এক আকর্ষণীয় সুযোগ প্রথম ফটোগ্রাফির বডি পেইন্টিং ওয়ার্কশপ। প্রখ্যাত ফটোগ্রাফার শ্রী প্রতাপ দাশগুপ্ত আগামী রবিবার অর্থাৎ ১৯ শে এপ্রিল এই ওয়ার্কশপে তরুণ প্রজন্মদের কাছে বডি পেইন্টিং ও ফটোগ্রাফি কিভাবে একসাথে প্রয়োগ করা যায় সেই চিত্রই তুলে ধরবেন।

ছবি-প্রথম ফটোগ্রাফির স্টুডিওয় প্রতাপ দাশগুপ্ত  

ফটোগ্রাফি নিয়ে দীর্ঘদিন কাজ করে আসার পর প্রতাপ দাশগুপ্ত মনে করেন ফটোগ্রাফির একঘেয়ে থিমের বাইরেও কিছু করা যায় কিনা। আর সেই চিন্তারই ফলস্বরূপ এই বডি পেইন্টিং এর ওয়ার্কশপ। ছোট বেলা থেকেই ওনার ছবি আঁকার শখ। তারপর ফটোগ্রাফির প্রেমে পরা। ক্যানভাসে তুলি সঞ্চালন করে এবং মানুষের জীবন্ত মুহূর্তগুলিকে ফ্রেম বন্দী করে পার করে এসেছেন জীবনের এতগুলি বছর। এখন নতুন কিছু করার তাগিদেই এই এক্সপেরিমেন্ট। ক্যানভাসের বদলে মানুষের শরীরে তুলির আঁচর কাটা এবং তাকে ফ্রেম বন্দী করা। প্রতাপ বাবুর কথায় তাঁর এই ওয়ার্কশপের প্রধান উদ্দেশ্য হল নতুন প্রজন্মের ফটোগ্রাফারদের কাছে ফটোগ্রাফির নতুন নতুন থিম তুলে ধরা। তাদেরকে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করার রসদ জোগানো। 

No comments:

Post a Comment