আর্টচালা |
সত্যি বলতে কি আজকাল শিল্প সঠিক দাম পায়না| কেন জানেন?? শিল্পকে
বাঁচিয়ে রাখতে আমরা পারিনা, সেখানেও ভণ্ড সমাজ নোংরা
রাজনীতি আর নিজের ব্যবসা করে শিল্পীদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম ধুয়ে মুছে দেয়|
তবে অনেক হয়েছে, আরও হবে তাই আমরা কিছু মানুষ তাদের কে নিয়েই ভাবনাচিন্তা করলাম। ঠিক করলাম সেই সকল মানুষের শিল্পকর্ম
আজ মৃতপ্রায় সমাজের কাছে আবার তুলে ধরবো| তাদের শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো
একটা ছোট্ট প্রয়াস দিয়ে| তাই আমরা করলাম ''আর্টচালা"| এটা আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে| সেখানে
বহু মানুষ তাদের নিজের খেটে খাওয়া অনাবিল পরিশ্রম দিয়ে তুলে ধরবে তাদের স্বাধীন শিল্পকর্ম|
জানিনা লোকে তার কত দাম দেবে, তবু বলে না 'আশায় ভরসায় কেটে যায়
সময়'| যাইহোক বিভিন্ন ফটোগ্রাফার, আর্টিস্ট, কুটির শিল্পী, পট চিত্রকার, হ্স্তশিল্পী,টাটু
আর্টিস্ট সকলে তারা প্রদর্শনের মাধ্যমে অভিন্নতা পরিচয় দেবে| সেটা বিক্রয়ও হবে, তাদের
প্রচার হবে যেটা তাদের অধিকার| এর থেকে একটা বিশেষ পাওনা সবার জন্য আছে সেটা বিভিন্ন
ধরনের সঙ্গীত পরিবেশনা হবে শিল্পীদের মাধ্যমে এবং থাকছে পথ নাটক| তাই আমার মনে হয়
সবাইকে আশা উচিত এবং এই নতুন ধরনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুপ্রেরণা দিতে,তবে চলেই
আসুন গ্যালারী গোল্ড এ অবশ্যই ১৪,১৫,১৬ এ আমাদের কাছে এক নতুন ভাবনা নিয়ে|
ছবি ও লেখা- সংহতি চন্দ
ছবি ও লেখা- সংহতি চন্দ
No comments:
Post a Comment