শিরোনাম

এবার ইউটিউবেও অর্থের বিনিময় ভিডিও দেখতে হবে

ছবি- গুগল 
ইউটিউব-ও আংশিক ভাবে চার্জেবল হয়ে যাচ্ছে। গুগল ইনকরপোরেশন কয়েক মাসের মধ্যেই ইউটিউবের জন্য বিশেষ সাবসক্রিপশন মডেল চালু করতে চলেছে। সম্প্রতি গুগলের এক সেমিনারে এই তথ্য জানিয়েছেন ইউটিউবের কনটেন্ট ও ব্যবসা পরিচালনা বিভাগের কর্মকর্তা রবার্ট কিনকল।
এই মডেলের সাহায্যে ইউটিউবে অর্থের বিনিময়ে বিজ্ঞাপণমুক্ত ভিডিও দেখার সুযোগ মিলবে গ্রাহকদের। এছাড়া অফলাইনেও ভিডিও দেখার অপশন থাকবে।

ইউটিউব ব্যবহারকারীদের ওপর সাবসক্রিপশন চ্যানেলের কি প্রভাব পরতে পারে এই প্রসঙ্গে কিনকল জানান, এক ধরনের দর্শক আছেন যারা ইউটিউব থেকে আরও বেশি কিছু পেতে চান, তাঁরা অর্থ পরিশোধ করে বিভিন্ন চ্যানেল দেখতে আগ্রহী হবেন। বর্তমান ইউটিউব ব্যবহারকারীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেই আমি মনে করি

0 comments: