শিরোনাম

আমি জেনেশুনে হেথা করেছি pun

হিজিবিজি ভেবে হাবিজাবি লেখা
-------------------------------------------------
একটা হিজিবিজি স্বপ্নে দেখা একটুকরো ছায়াছবি ...
[ দোসরা অগাস্ট, ২০১৪ রাত ৩:১৫ - আমি তখন বাঁ কাত ]
স্বপ্নদৃশ্য - একটি সরকারী হাসপাতাল
ভারী ধুন্ধুমার কান্ড ঘটেছে সক্কাল সক্কাল। হয়েছে কি , বলা নেই কওয়া নেই পাওলি দাম করে মাথা ঘুরে পরে গেছে। আর সাত তাড়াতাড়ি কে যেন তাকে এনে একটা সরকারী হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দ্যাখো কান্ড! এখন সেথায় টলি - বলি সব ফিল্মস্টারদের মেলা লেগে গেছে । আর নেতারা তো সর্ব ঘটে কাঁঠালী কলা। এখন সাধারণ লোকেদের ভীড় ঠেকাতে হাসপাতালের লোক আর পুলিশের প্রাণ ওষ্ঠাগত। মিডিয়াকে তো পঞ্জিকা থেকে গঞ্জিকা সবই কভার করতে হয়। স্পষ্ট দেখলাম আমি সেখানে রিপোর্টার হয়ে ঘোরাঘুরি করছি।
খবর শুনে সবাই হাসপাতাল মুখী।
রুদ্র :"নীল হয়ে গেছে জায়গাটা। কিছু না । মাথা ঘোরার কেস .... "
"কি করে? হঠাৎ মাথা ঘোরে কি করে ?"
একটু বিরক্ত পরম " ব্রত ট্রত ছিলনাতো ? মানে উপোষ টুপোষ ?"
ইরফান : "খান নি নাকি কিছু সকাল থেকে ? একটু খেয়াল রাখবেন তো ?"
অক্ষয় : "খান না -ও হতে পারে। আজকাল যা ডায়েট! "
সেক্রেটারি : "আরে দূর মশাই, খেয়েছেন। আমার হয়েছে যত দোষ নন্দ ..."
বিক্রম : "ঘোষ।কি আর করবেন। ওদিকে বাইরে কাতারে কাতারে লোক জমা হয়েছে । কাতারেও এত লোক নেই মশাই। "
জয়া : "সীল করে দেওয়া উচিত ছিল জায়গাটা এতক্ষণে পুলিশ দিয়ে।নাহলে পরে মব কন্ট্রোল করা যাবে না।"
ভরত : "কল খুলে জলের তলায় আধ ঘন্টা। ব্যাস, তাহলেই ল্যাঠা চুকে যেত। কাল কি , পরশুসিটেও পড়ত না।"
পাবলিক : "ভালই হলো। কারোর পৌষমাস , কারোর আছোলা বাঁশ। ওই দেখ , মুনমুন আর রিয়া "
"সেন কোর কাছে এমন জ্যাম-এ আটকে গেলাম আমরা ! উফ। আরে তুই এখানে ? কি খুজছিস ? এই ভূমিকা !!"
"চাওলা দেখিস যদি বলিস তো। আমার মাথাটা এমন ধরেছে ! "
পাবলিক : "এই দেখ ! নেতারাও আসছে "
ববি : "হেকিম ডাকলেই হয়ে যেত। হই চৈ করার মতো কিছুই হয়নি। শুধু শুধু চ্যানেল গুলোকে স্কোপ করে দেওয়া। এবার বলবে, যে সরকার তার লোকেদের পড়ে যাওয়া আটকাতে পারেনা, তার পড়ে যাওয়াই উচিত। "
পাবলিক ১ : " দেখ কাকবাবু "
পাবলিক ২ : "কার কাকাবাবু?"
পাবলিক ১ : "আরে কাকাবাবু না, কাকবাবু। ওই যে কি যেন নাম.... শুভা "
"প্রসন্ন হলেম তোমাদের সবাইকে অনেকদিন পর দেখে। সরকারী হাসপাতালেও এলেম কত বছর পর। কি বিবর্ণ। তোমরা বললে এটাকে দুরন্ত একটা রং করে দিতে পারি। "
ববি : "কোনো দরকার নেই। আঁকুন বরং কাক। হাসপাতালটা থাক।"
"শোন। কাক তুলোনা। আমি কাক আঁকি বটে তবে সেটা পাতি না। আমার স্বপ্ন একদিন কলকাতাকে রং-এ ভরিয়ে দেব। তুমি কি বল গৌতম ? "
"দেব বলছেন কেন? অলরেডি তো দিয়েছেন।
চারিদিকে তো রাইট আর কিছু দেখিনা। সব রং। "
"লেফট রাইট ছিলনা মোটেই । যত্তো ঢং। "
তথাগত : "রায় মানুষই দেবে। এই লেফট রাইট করে কোনো লাভ নেই। "
"সেই। সবাই মিলে এখন তবে রাম রাম করি আর কি। "
"তাই করুন। সেটা বাম বাম করার চেয়ে ঢের ভালো। "
"স্যার, পাবলিক ব্যারিকেড ভেঙ্গে ঢুকে পড়ছে। "
"এই , এই। ওই রিপোর্টারটা সব তুলছে। এই, ওকে ধর। .. পুলিশ , পুলিশ ..."
তারপর কিভাবে যেন পুলিশগুলো আমায় ধরে ফেলে জামা ধরে বেজায় ঝাঁকাতে লাগলো আর বলতে লাগলো "ওই, কটা বাজে খেয়াল আছে ? বাজার যাবি না ? কি রে ? "

what's in a name ....
কিন্তু যাদের নাম ছাড়া এই পোস্টটি তৈরী হত না :
কৃতজ্ঞতা : পাওলি দাম ,রুদ্রনীল ,পরমব্রত,ইরফান খান, অক্ষয় খান্না , বিক্রম ঘোষ, জয়া সীল,ভরত কল, রিয়া সেন, ভূমিকা চাওলা ,ববি হাকিম, শুভাপ্রসন্ন, গৌতম দেব এবং তথাগত রায়।
*****************
ছবি ও লেখা-শিবতোষ সিনহা
[পরিচিতি-পেশাগতভাবে শিক্ষকতা দিয়ে শুরু করে তারপর সফটওয়্যার ইঞ্জিনীয়ার; আর নেশাগত ভাবে সাহিত্যরসিক এবং লেখক। সঙ্গীত ও নাট্যপ্রেমী। লেখার শুরু সেই ছোটবেলায় বাড়ির খাতার পিছনের পাতা থেকে। সেই থেকে আজ অবধি ভাবনা আর স্বপ্নের আঁকিবুকি আলপনা চলছে।]

0 comments: