Monday, 12 January 2015

টানা দু’বার বর্ষসেরার সন্মান ক্রিস্টিয়ানো রোনাল্ডোর

সব অপেক্ষার অবসান। বিশ্ব ফুটবলের সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসি ও ম্যানুয়েল নয়্যারকে পেছনে ফেলে টানা দ্বিতীয় বছরের জন্য ফিফার ২০১৪ সালের বর্ষসেরা ফুটবলার (ব্যালন ডিঅর) পুরষ্কার জিতে নিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
২০১৪ সালের ব্যালন ডিঅর পুরষ্কারের দৌড়ে ছিলেন চার বারের ব্যালন ডিঅর এর বিজয়ী লিওনেল মেসি ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মান দলের গোলকিপার ম্যানুয়েল নয়্যার। তবে ভোটের অঙ্কে এই দুজন কেই ছাপিয়ে গিয়ে টানা দ্বিতীয়বারের জন্য বিশ্বের সেরা ফুটবলারের শিরোপা ছিনিয়ে নিলেন সি.আর সেভেন। তিনি পেয়েছেন মোট ৩৭ দশমিক ৬৬ শতাংশ ভোট দ্বিতীয় অবস্থানে থাকা লিওনেল মেসি পেয়েছেন ১৫ দশমিক ৭৬ শতাংশ ভোট আর ম্যানুয়েল নয়্যার পেয়ছেন ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট
পর পর দুবার ব্যালন ডিঅর জিতে উচ্ছসিত রোনাল্ডো জানান আমাকে যারা ভোট দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার এই বছরটা অবিশ্বাস্য। আমি যে কাজটা করছি সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে চাই। আমি কখনই ভাবিনি যে এই বারও আমি এই ট্রফিটা ঘরে তুলতে পারব। আমি পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার হতে চাই
এক নজরে ফিফার বর্ষসেরার পদক তালিকা হল
বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 
বর্ষসেরা মহিলা ফুটবলার নাদিনে কেসলার
বর্ষসেরা কোচ জোয়াকিম লো।
বর্ষসেরা মহিলা কোচ রালফ কেলারম্যান।
ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (বছরের সেরা গোল) জেমস রডরিগেজ
ফিফা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড জাপানের বর্ষীইয়ান সাংবাদিক হিরোশি কাগাওয়া।

ফিফা বর্ষসেরা টিম
গোলকিপার - ম্যানুয়েল নয়্যার।
ডিফেন্ডার ফিলিপ লাম, সার্জিও রামোস, দাভিদ লুইজ, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া, টনি ক্রুস, আন্দ্রেস ইনিয়েস্তা।
ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, আর্জেন রবিন।

No comments:

Post a Comment