ছবি- গুগল
|
বর্তমান যুগে সেলফি তোলার হিড়িকে সব্বাই মাতোয়ারা।
সেই হিড়িককে আরও একটু খানি উস্কে দিতে চলে এল এক অভিনব আয়না। এইবার আয়নার সামনে দাঁড়ালেই
স্বয়ং আয়নাই নাকি আপনার সেলফি তুলে দেবে ঝটপট। এমনটাই ঘটতে চলেছে এইবার। সেলফি তুলতে
আর নিজের স্মার্ট ফোন দিয়ে কষ্ট করে তুলতে হবেনা।
অভিনব এই আয়নাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের
আইস্ট্র্যাটেজি ল্যাবস। এই আয়নার সামনে হাসি মুখে দাঁড়ালেই ক্যামেরা নিজে থেকেই ছবি
উঠে যাবে। দেখতে হুবহু অন্য সব সাধারণ আয়নার মতোই মনে হলেও এর যাবতীয় যন্ত্রপাতি রয়েছে
পেছন দিকটায়। যারা সেলফি তুলতে ভালোবাসেন তাদের
জন্য এটি একেবারে পারফেক্ট। অবাক করা এই আয়নার নাম 'সেলফ এনহ্যান্সিং লাইভ ফিড ইমেজ
ইঞ্জিন' বা 'সেলফি আয়না’।
এতে রয়েছে বিল্ট-ইন ক্যামেরা। মুখ শনাক্ত করার
জন্য রয়েছে সেন্সর ও সফটওয়্যার যা কিনা অনেকটা ওয়েবক্যামের মতোই। আয়নার সামনে দাঁড়ালে
এটি আপনার মুখকে ফোকাস করে ফটো তোলার জন্য সিগন্যাল দেবে। এমনকি আপনার পজিশন, হাসির
পরিমাপ সবই ঠিক করবে এই ম্যাজিক আয়না।
এখানেই শেষ নয়। ছবি তোলার পরে এই আয়নার সাহায্যেই
ছবিটি সরাসরি ফেসবুক বা ট্যুইটারে আপলোড করার সুবিধাও থাকছে। তাই সেলফি তুলতে সেলফোন
বা ডিএসএলআর আর লাগবে না। সেলফি মিরর একাই ছবি তোলা ও সম্পাদনার কাজ করে দেবে আপনার
জন্য।
No comments:
Post a Comment