শিরোনাম

বিরল অ্যালার্জির কেড়ে নিতে পারে সহবাসের মধুরতা

অনেক সময় শরীর,মন রতিসুখে স্বাদ নিতে প্রস্তুত থাকাস্বত্তেও যৌন মিলনে প্রবল অনীহা দেখা দেয়। বিরক্তিকর এই পরিস্থিতির জন্য আসলে দায়ী থাকতে পারে অ্যালার্জির আতঙ্ক। চিকিৎসকদের মতানুসারে,বীর্যের সংস্পর্শের প্রভাবে অনেক মহিলার ত্বকে বিশেষ কিছু উপসর্গ দেখা দিতে পারে। যার জন্য বাস্তবিক ভাবেই সঙ্গমের নাম শুনলে ভীত হয়ে পড়েন মহিলারা।
গবেষকদের মতে,এই সমস্ত মহিলার ত্বক বীর্যে উপস্থিত হিউম্যান সেমিনাল প্লাজমা প্রোটিনের সংস্পর্শে এলে অতিমাত্রায় সংবেদনশীল হয়ে ওঠে। যার জন্য দেখা দেয় অস্বস্তিকর দৈহিক পরিবর্তন। সঙ্গীর খাদ্যাভ্যাস বা নিয়মিত সেবন করা ওযুধের প্রতিক্রিয়াতেও অনেক সময় অ্যালার্জি সৃষ্টি হতে পারে।  আবার,অনেক সময় সঙ্গীর দেহে উপস্থিত কোনও অ্যালার্জি শুক্রের সাহায্যে নারী দেহে ছড়িয়ে পড়াও সম্ভব বলে মনে করেন ডাক্তাররা।
বিষয়টি খতিয়ে দেখতে, মোট ১০৭৩ জন নারীর উপর সমীক্ষা চালানো হয়। দেখা গিয়েছে, এঁদের মধ্যে ১৩% এর ত্বকে সঙ্গীর দেহ নিঃসৃত বীর্য বাহিত অতিরিক্ত প্রোটিনের (হিউম্যান সেমিনাল প্লাজমা প্রোটিন) ছোঁয়া লাগে। প্রতিক্রিয়ায় ওই মহিলাদের ত্বকে তৈরি হয় এক বিশেষ অ্যান্টিবডি। সাধারণত বিশেষ এক সঙ্গীর সঙ্গে যৌন মিলনের ফলেই এই উপসর্গ দেখা দেয়। তবে কিছু কিছু মহিলার ক্ষেত্রে একাধিক পুরুষের শয্যা সঙ্গী হয়েও একই সমস্যা সৃষ্টি হয়। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন,শরীরে অন্য অ্যালার্জির উপস্থিতি থাকলে এই প্রবণতা বাড়ে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই অভিজ্ঞ কোন ডাক্তারের পরামর্শ নিন। একই সঙ্গে কন্ডোম ব্যবহারের কথা ভুলে গেলে চলবেনা। আপনি যদি ইতিমধ্যে এই সমস্যার শিকার হয়ে থাকেন তা হলে অবিলম্বে ভাল ডাক্তারের সাথে যোগাযোগ করুণ। সঠিক সময়ে চিকিৎসা আপনার যৌন জীবনে রতিসুখের সাধ ফিরিয়ে আনতে পারে। 

0 comments: