রতি পাণ্ডে - নামটা চেনা চেনা লাগছে কি ? 'ইন্দিরা দিদি'
-- এবার মনে হয় একটু একটু চিনি চিনি থুড়ি জানি জানি মনে হচ্ছে। এক বেসরকারী চ্যানেলের
বিখ্যাত ধারাবাহিক --- যেখানে নাম ভূমিকায় দেখা গিয়েছিল রতি পাণ্ডেকে। এছাড়া এক সময়ের
প্রেমের মিষ্টি ধারাবাহিক 'মিলে যব হম তুম'এ 'নূপুর'-এর চরিত্রে রতির অভিনয় মন কেড়ে
নিয়েছিল সকলের।এহেন রতির চরিত্রের কিছু অজানা দিকের হদিশ দিল বাংলাzine আজকে।
মা-বাবাকে ভীষণ ভালবাসেন
রতি।তাদের হারাবার ভয়ে তিনি সদাই কাতর।মেয়ের
বেজায় মাথা গরম।নাকের গোড়ায় যেন রাগ থাবা গেঁড়ে বসে আছে।অভিনয়ের পাশাপাশি রতি
ম্যাডামের রয়েছে
আরও প্রতিভা।ভারী মিষ্টি গলা তার।গানে ভুবন
ভরিয়ে এখনো দিতে না পারলেও আশেপাশের লোক-জনকে মাতোয়ারা করে দিতে পারেন রতি নিমেষেই।ছোটবেলায়
অভিনেত্রী নয় স্বপ্ন দেখতেন পাইলট হওয়ার।মাথা গরমের মেয়ে হলেও মজা করতে রতি ভারী ভালবাসেন।এক
কথায় দারুণ আমুদে তিনি।জিন্স আর শার্ট পরতেই বেশি ভালবাসেন রতি। আর ইন্দিরা দিদির প্রিয়
রং? সফেদ আবার কি!নানা ধরনের হ্যান্ড ব্যাগ কেনা রতির প্যাশন বলা যেতে পারে।
লেখা- শঙ্খচূড়
No comments:
Post a Comment