Monday, 19 January 2015

সেলমার মনোনয়ন ঘিরে অস্কারে বর্ণবৈষম্যর বিতর্ক

অস্কার কমিটি নাকি বর্ণবৈষম্যকে প্রশ্রয় দিচ্ছে এমনই অভিযোগ উঠছে। কারণ এ বছর অস্কারে সেরা অভিনেতা ও অভিনেত্রীর তালিকায় স্থান পাওয়া ২০ জন শিল্পীই শ্বেতাঙ্গ। তাই সবার মুখে এখন একটাই প্রশ্ন,এবারের অস্কার অ্যাওয়ার্ড কি তাহলে শুধুই শ্বেতাঙ্গদের জন্য?

এর আগেও ১৯৯৮ সালে এমন বিতর্ক হয়েছিল। এবারের বিতর্ক শুরু হয় ২০১৪ সালে মুক্তি পাওয়া সেলমা ছবিটিকে ঘিরে। মার্টিন লুথার কিং জুনিয়র -এর জীবনীর আঁধারে তৈরি ছবিটি চলচিত্র সমালোচকদের অনেক প্রশংসা কুড়ায়। কিন্তু শুধু সেরা ছবি আর সেরা সংগীতের মনোনয়ন ছাড়া আর সব বিভাগেই ছবিটিকে উপেক্ষিত রাখা হয়। তাই অন্যান্য বিভাগে সেলমার অনুপস্থিতি প্রশ্ন তোলে ৮৭তম অস্কার মনোনয়নের স্বচ্ছতা নিয়ে। অনেকেই বলছেন বর্ণবৈষম্যের মনোভাব একাডেমি অ্যাওয়ার্ডস কমিটির সদস্যদের মধ্যেই রয়েছে।
সেলমাকে ঘিরেই বিতর্ক দানা বেধেছে।


বছর তিনেক আগের একটি সার্ভে থেকে জানা যায়,একাডেমি অ্যাওয়ার্ডস সদস্যদের মধ্যে ৯৪ শতাংই শ্বেতাঙ্গ। তাই তড়িঘড়ি পরের বছরই একাডেমি অ্যাওয়ার্ডস তাদের কমিটিতে কয়েকজন কৃষ্ণাঙ্গ চলচ্চিত্র ব্যক্তিত্বকে নিযুক্ত করেন। কিন্তু তা সত্বেও এড়ানো গেলনা বর্ণবৈষম্যর বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই আগামী ২২শে ফেব্রুয়ারী হলিউডে বসবে বিশ্ব সিনেমার সবথেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড শো। 

No comments:

Post a Comment