Saturday, 24 January 2015

এশিয়ান কাপে নাটকীয়ভাবে বিদায় জাপান ও ইরানের

ছবি- গুগল
এশিয়ান কাপ ফুটবলের শেষ আটে গতকাল একই সঙ্গে বিদায় নিলো জাপান এবং ইরান। আরব আমীরশাহির কাছে হারল জাপান আর ইরানকে হারাল ইরাক। তবে আরবের কাছে বর্তমান চ্যাম্পিয়ন জাপানের হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেওয়াটা একটা বড় অঘটন। ১৯৯৬ সালে ফাইনাল খেলার পর যারা আর এশিয়া কাপের সেমিফাইনালেই পৌঁছাতে পারেনি,সেই আরবিয়ানরাই নাটকীয়ভাবে টাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে দিল সামুরাইদের। সিডনিতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। জাপানের শিনজি কাগাওয়া ও কেইসুকে হোন্ডা পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়।

অন্যদিকে ক্যানবেরায় ইরান-ইরাকের ম্যাচেটি ছিল আরও  নাটকীয়তাপূর্ন। সেখানেও নির্ধারিত সময়ের খেলার ফলাফল ছিল ১-১। মূল নাটক শুরু হয় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময় চলাকালীন দু-দুবার এগিয়ে যায় ইরাক। ইরানের মেহেরদাদ দুবার হলুদ কার্ড দেখার ফলে দশ জনের দল নিয়েও দুবারই সমতা ফিরিয়া আনে ইরান। অতিরিক্ত সময়ের শেষে ৩-৩ স্কোরলাইন থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারেও ফলাফল ৫-৫ থাকায় খেলা গড়ায় সাডেন ডেথে। অবশেষে সাডেন ডেথে ৭-৬ গোলে চূড়ান্ত নাটকীয়ভাবে সেমিফাইনালের দরজা খুলে নেয় ইরাক। এই জয়ের ফলে আগামী ২৬ শে জানুয়ারী স্টেডিয়াম অস্ট্রেলিয়াতে, দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ইরাক আর ২৭শে জানুয়ারী দ্বিতীয় সেমিফাইনালে নিউ ক্যাসেল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইউনাইটেড আরব আমিরশাহী।    

No comments:

Post a Comment