আজ থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান
ওপেন। মেলবোর্ন শহরের মেলবোর্ন পার্ক স্টেডিয়ামে বসবে বছরের প্রথম টেনিস
গ্র্যান্ডস্লাম টূর্ণামেন্টটি।
বাংলাজিনের দেওয়ালে আমরা জেনে নি অস্ট্রেলিয়ান
ওপেনের কিছু টুকিটাকি তথ্য -
অস্ট্রেলিয়ান ওপেন প্রথম শুরু হয়
১৯০৫ সালে।
১৯৮৮ সালের আগে অবধি অস্ট্রেলিয়ান
ওপেন খেলা হত ঘাসের কোর্টে । ১৯৮৮ সাল থেকে ‘হার্ড’ কোর্টে খেলা শুরু হয়। যারমধ্যে
২০০৭ সাল অবধি ‘রিবাউন্ড এস’ হার্ড কোর্টে আর ২০০৮ সাল থেকে এখনও অবধি ‘প্লেক্সিকুশান’ হার্ড কোর্টে খেলা হয়।
দর্শক সমাগমের বিচারে বাকি তিনটে গ্রান্ডস্লামের
তুলনায় অস্ট্রেলিয়ান ওপেন সবার ওপরে।
সর্বশেষ অস্ট্রেলীয় হিসেবে ১৯৭৬ সালে অস্ট্রেলিয়ান
ওপেনের পুরুষ সিঙ্গলস জেতেন মার্ক এডমন্ডসন।
সব মিলিয়ে পুরুষ বিভাগে সবচেয়ে বেশি ছয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন
রয় এমারসন।
মহিলা দের মধ্যে
সবচেয়ে বেশি এগারোবার অস্ট্রেলিয়ান ওপেন জিতছেন মার্গারেট কোর্ট।
১৯৫৩ সালে মাত্র ১৮ বছর২ মাস বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে পুরুষদের সিংলস অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কেন রোজওয়েল। ১৯৭২ সালে আবার এই কেন রোজয়েলই ( ৩৬ বছর, ২মাস) এই খেতাব জিতে সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়েন।
এবার টুর্নামেন্ট জুড়ে ব্যবহৃত হবে ৪৮ হাজার টেনিস বল।
পুরুষ ও মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়নরা পাবে ৩১ লাখ ডলার প্রাইজমানি, রানার্সআপরা পাবে সাড়ে ১৫ লাখ ডলার
করে।
0 comments: