ঠিক যেমনটা আগে বলেছি, আমরা ‘শুধু নাটক করিনা’। নানান উপায় ও সংস্কৃতির
নানা ধরণের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও বার্তা সর্বসাধারণের মধ্যে পৌঁছে দেওয়াই আমাদের
প্রধান লক্ষ্য। তাই এবার আমাদের কীর্তিকলাপের আরও কিছু কথা বলব।
‘জল-ই জীবন’, এই কথাটা অনেকেই অনেক ভাবে বলেছেন বা এই বিষয় নিয়ে কাজ করেছেন। ঘটনাচক্রে
এক প্রখ্যাত ব্যক্তিত্ব এই বিষয়টি নিয়েই একটি সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন
করেন, সেইখানেই অংশগ্রহণ করতে গিয়ে সংক্ষিপ্ত চলচ্চিত্র-এর ১ম কাজ করি আমরা। ১ মিনিটের
এই ছবিটির নাম ছিল ‘ওয়াটার মার্ক’ ও বিষয়বস্তু ছিল আমাদের দৈনিক জীবন যাত্রায় জল-এর গুরুত্ব, অভিনয়ে সুমন্ত সরকার
ও মৌপিয়া ব্যানার্জি, ক্যামেরায় সৈকত পাল, ধারণায় সুমন্ত ও নির্দেশনায় মৌপিয়া। কিন্তু
এর সাথেই আমাদের কাজের তালিকায় নতুন এক মাত্রা যোগ হয়। বর্তমানে আরও কাজ চলছে, আশা
করি হঠাৎ করে আবার কিছু ভালো কাজ উপহার দিতে পারবো সবাইকে।
0 comments: