ছবি- স্পোর্টস এনডিটিভি.কম
|
ফিলিপ হিউজ এর প্রয়াণের প্রায় এক মাস
অতিবাহিত।সারা বিশ্ব বিভিন্ন ভাবে শ্রদ্ধা জানাচ্ছেন প্রয়াত এ অস্ট্রেলীয়
ব্যাটসম্যানকে। সেই মর্মেই টুইটারে শুরু হয় ‘হ্যাশট্যাগ পুট আউট ইয়োর ব্যাটস’ এর শোক প্রকাশ, যাতে অসংখ্য মানুষ অংশ
নিয়েছেন। তবে হিউজকে এবার স্মরণ এর ভিন্ন পন্থা নিলেন নেপাল ক্রিকেট বোর্ড।
এভারেস্টের চূড়ায় স্থান পেতে চলেছে হিউজের ব্যবহৃত ব্যাটটি।
বিষয়টি নিয়ে এক প্রস্তাব পেশ করেছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল ক্রিকেট অস্ট্রেলিয়ার(সিএ) কাছে। শুক্রবার সিএ চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস
বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরও জানান,২০১৫ এর পর্বত আরোহণ মৌসুমে (মার্চ-এপ্রিল) এভারেস্টের চূড়ায় নেওয়া
হবে হিউজের ব্যাট। ফিলিপ হিউজ এর স্মরণে
নেপালে ৬৩ ওভারের একটি ম্যাচও আয়োজন করা হচ্ছে বলে যানা গেছে।
সূত্র: আইএএনএস
No comments:
Post a Comment