Sunday, 28 December 2014

হোয়াটসঅ্যাপে আসছে কলিং ফিচার

ছবি গুগল।
মোবাইল ফোনে ইন্টারনেট পরিষেবার সাহায্যে বিনামূল্যে বার্তা আদান প্রদান করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। এতদিন অবধি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে টেক্সট মেসেজ ও ভয়েস মেসেজ পাঠানো গেলেও স্কাইপ ও ভাইবারের মতন ভয়েস কলিং এর সুবিধা ছিলোনা। শোনা যাচ্ছে এই তালিকায় এবার আসতে চলেছে হোয়াটসঅ্যাপও।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৯০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক এরপর থেকেই নতুন নতুন ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরিক্প্লনা নেয় হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ। এরই অংশ হিসেবে স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপ থেকে বার্তা পাঠানোবিনা মূল্যে কথা বলার অপশন যুক্ত হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে বলে শোনাযাচ্ছে। বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাথমিকভাবে এক বছর বিনা মূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিনা মূল্যে কথা বলা যাবে। তারপর থেকে নির্দিষ্ট অর্থের বিনিময়েই কেবল এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। 

No comments:

Post a Comment