ছবি গুগল।
|
নিজের
টেস্ট কেরিয়ারের ইতি টানলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সবাইকে
অবাক করে দিয়ে আজকে মেলবোর্ন টেস্ট শেষে নিজের অবসরের কথা বোর্ড কে জানিয়েদেন
ধোনি। তার পরই বিসিসিআই এক বিবৃতে জানায় “টেস্ট
ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ধোনি। তবে টেস্ট থেকে অবসর নিলেও ওয়ান ডে ও
টি-টোয়েন্টিতে খেলবেন ধোনি”।
মঙ্গলবার ধোনির এই অবসরের ঘোষনা গোটা ক্রিকেট মহলের কাছে একটা বড় সাপ্রাইজ। কারন গত কাল অবধি মাহির এই সিদ্ধান্তের কথা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। এদিন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ড্র করার পরে ড্রেসিং রুমে ফিরেই ভারতীয় টিমের সবাইকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।
মহির এই অবসরের পরই তাঁর উত্তরসুরি কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। যদিও বোর্ড সূত্রে খবর,অ্যাডিলেট টেস্টের মতোন আগামী সিডনি টেস্টেও অধিনায়কের দায়িত্ব সামলাবেন বিরাট কোহলি। চলতি টেস্ট সিরিজে অ্যাডিলেডে প্রথম টেস্টে বিরাটের নেতৃত্ব যথেষ্ট প্রশংসিতও হয়েছিল।
এখনও
অবধি ভারতের সব থেকে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। অসম্ভব ঠান্ডা মাথায় অধিনায়কের
দায়িত্ব সামলানোর জন্য তাঁকে ‘ক্যাপ্টেন
কুল’ আখ্যাও দেওয়া হয়ে থাকে। ক্যাপ্টেন কুলের
নেতৃত্বে মোট ৬০টি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে জয় এসেছে ২৭টি ম্যাচে। তবে মাহির
সবথেকে বড় সাফল্য হল তাঁর নেতৃত্বেই ২০০৭-এ টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং
২০১১ বিশ্বকাপ জিতেছে ভারত। মাহির জমানাতেই আইসিসি টেসস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ
স্থান দখল করে টিম ইন্ডিয়া।
এক নজরে
ধোনির টেস্ট কেরিয়ার – সর্ব মোট টেস্ট খেলেছেন ৯০টি। ইনিংস ১৪৪টি। মোট রান ৪৮৭৬। সর্বোচ্চ রান ২২৪। অপরাজিত থেকেছেন ১৬ বার। শতরান করেছেন ৬টি।
অর্ধশত রান ৩৩টি। ব্যাটিং গড় ৩৮.০৯। স্ট্রাইক রেট ৫৯.১১। ক্যাচ ২৫৬টি। স্টাম্প
করেছেন ৩৮টি।
0 comments: