শিরোনাম

সান্টাক্লজ ও ফাদার খ্রিষ্টমাস

ছবি- গুগল
হাতে আর মাত্র একটা দিন। আর তারপরেই ক্রিসমাস ইভ অর্থাৎ বড়দিনের আগের সন্ধ্যা। আর এই সন্ধ্যা থেকেই বড়দিনের ভোর অবধি গোটা বিশ্ব জুড়ে সব শিশুরই একটাই চিন্তা -বড়দিনের সকালে ঘুম থেকে উঠে সান্টাক্লজের কোনও উপহার মাথার কাছে রাখা মোজার মধ্যে দেখতে পাবে কিনা।
এই সান্টাক্লজ পাশ্চাত্য সংস্কৃতির একটি কিংবদন্তি চরিত্র।একাধিক ইংরেজি ভাষী দেশে সান্টাক্লজের ন্যায় আরেকটি প্রচলিত রূপ হচ্ছে ফাদার ক্রিসমাস। বিগত শতাব্দীগুলিতে ফাদার খ্রিষ্টমাস -ওল্ড ফাদার খ্রিষ্টমাস,স্যার খ্রিষ্টমাস, লর্ড খ্রিষ্টমাস নামেও পরিচিত ছিলেন।
ফাদার খ্রিষ্টমাস বড়দিনের আনন্দ-উচ্ছ্বাসের প্রতীক। তবে তিনি উপহার প্রদানকারী নন। এমনকি শিশুদের সঙ্গেও তাঁর বিশেষ কোনও সম্পর্ক নেই।চার্চ-ইতিহাসের প্রাক-আধুনিক যুগে উপহার-প্রদানকারী চরিত্রটি হলেন সেন্ট নিকোলাস।
সিন্টারক্লাস ও তাঁর উপকথা ফাদার খ্রিষ্টমাসের ব্রিটিশ চরিত্রটি এক হয়ে আমেরিকানদের কাছে আজকের সান্টাক্লজের রূপ পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সান্টাক্লজ চরিত্রটি রূপায়নের মূল অনুপ্রেরণাই হল "ফাদার খ্রিষ্টমাস" নামক চরিত্রটি।
আজকের সান্টাক্লজের চেহারার যে বৈশিষ্ট্য আমরা দেখি যেমন  স্থূলকায়,হাস্যমুখর এবং সাদা-দাড়িবিশিষ্ট ব্যক্তি। তাঁর পরনে সাদা কলার ও কাফযুক্ত লাল কোট,সাদা কাফযুক্ত লাল ট্রাউজার্স,কালো চামড়ার বেল্ট ও বুটজুতো - তার রূপকার হলেন ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত কার্টুনিস্ট টমাস নাস্ট। ১৮৮১ খ্রিষ্টাব্দে নাস্ট বিখ্যাত আমেরিকান অধ্যাপক ক্লিমেন্ট ক্লার্ক মুরের সাথে মিলে এই রূপকল্পটি তৈরি করেন।
সান্টাক্লজ সংক্রান্ত আমেরিকান উপাখ্যান অনুসারে,তাঁর নিবাস উত্তর মেরুতে। অন্যদিকে ফাদার খ্রিষ্টমাসের নিবাস মনে করা হয় ফিনল্যান্ডের,ল্যাপল্যান্ড প্রদেশের কোরভাটুনটুরি পার্বত্য অঞ্চলে। যুক্তরাজ্য ও ইউরোপে সান্টাক্লজের রূপটি আমেরিকান সান্টার মতো হলেও এই অঞ্চলে তিনি ফাদার খ্রিষ্টমাস নামেই পরিচিত।"ফাদার খ্রিষ্টমাস" ও "সান্টাক্লজ" নামক চরিত্র দুটি একে ওপরের পরিপূরক হলেও এদের উৎস ঐতিহাসিকভাবে ভিন্ন এবং সেই কারণেই এরা একক ব্যক্তিত্ব নন।


0 comments: